বিশাল সাগর নদী
বলে যায় নিরবধি
বিশালতা কারে বলে জানো কি?
পলাশ শিমুল বনে
বসন্ত ফাল্গুনে
বলে রূপ কী গো চিনো কি?
দুটি পাখি বলে ডাকি
এতো সুখে আছো কি?
আমি শুধু মৃদু হেসেছি।
তারা আজো নাহি জানে
বাঁধা আছি কোন খানে
কারে মনে গেঁথে রেখেছি।
মীর খান আমীর | বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:২৫ পূর্বাহ্ণ