চট্টগ্রামসহ দেশজুড়ে মৃদু তাপপ্রবাহের কারণে অস্বস্তিকর গরমে ভোগান্তি নেমেছে জনজীবনে। দুপুরের পর তাপমাত্রা বেশি বাড়লে গত কয়েক দিনের তুলনায় বেশি কষ্টকর ছিল পরিস্থিতি। এদিকে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কায় বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে দেশের বিভিন্ন অঞ্চলে এরচেয়ে অনেক বেশি গরম অনুভূত হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। খবর বিডিনিউজের।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, এখন দেশজুড়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে তাপমাত্রাও বাড়ছে। অগাস্টের মাঝামাঝি বৃষ্টি কম থাকায় এমন গরম আবহাওয়া বিরাজ করছে। দুয়েকদিন পর বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। বিরাজমান তাপপ্রবাহ শুক্রবারও অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা বাড়লে তাপপ্রবাহ কমবে। চলতি মৌসুমে বর্ষায়ও অস্বস্তিকর গরমের রেশ ছিল। তুলনামূলক কম বৃষ্টি থাকায় জুলাইয়ে দীর্ঘ সময় তাপপ্রবাহ বয়ে যায়। আবহাওয়ার এমন পরিস্থিতির মধ্যে শুরু হওয়া ভাদ্র মাসেও বেশ গরম বিরাজ করছে সর্বত্র। আবহাওয়াবিদ হাফিজুর জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।