মৃত ১৮ পরিবারকে দুই কোটি ৭০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

সন্দ্বীপে নৌকাডুবি

| বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:১২ পূর্বাহ্ণ

পাঁচ বছর আগে চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় মৃত ১৮ জনের পরিবারকে ১৫ লাখ টাকা করে ২ কোটি ৭০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। চট্টগ্রাম জেলা পরিষদ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনকে (বিআইডব্লিউটিসি) ৬০ দিনের মধ্যে এ অর্থ সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পরিশোধ করতে বলা হয়েছে। এ ঘটনায় জনস্বার্থে করা রিট আবেদনে জারি করা রুল শুনানির পর বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়। খবর বিডিনিউজের। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল হালিম। চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষে ছিলেন এম জি মাহমুদ শাহীন। আর বিআইডব্লিউটিসির পক্ষে ছিলেন আইনজীবী সাইফুর রশিদ। আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনায় নিহত ১৮ জনের পরিবারকে রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে ক্ষতিপূরণ বাবদ ১৫ লক্ষ টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দেরি হলে ব্যাংকের সুদের হার অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুদ গুণতে হবে।’ আইনজীবী হালিম বলেন, ক্ষতিপূরণের রায়ে এটি নতুন একটি বিষয়। সরকারি কর্তৃপক্ষগুলো ক্ষতিপূরণের টাকা দিতে গড়িমসি করে বা অনেক সময় দিতে চায় না। সেজন্য অনেক সময় আদালত অবমাননার আবেদন করতে হয়। ক্ষতিপূরণের টাকা দিতে দেরি করলে সুদ গুণতে হলে কর্তৃপক্ষগুলো সতর্ক থাকবে, সোচ্চার হবে। ভারতের সর্বোচ্চ আদালতের এ সংক্রান্ত আটটি রায় আমি তুলে ধরেছি রুল শুনানিতে। তা গ্রহণ করে এ রায় দিলেন আদালত। বিআইডব্লিউটিসির আইনজীবী সাইফুর রশিদ বলেন, ‘রায়ের অনুলিপি পাওয়ার পর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে। এই মহূর্তে কিছু বলতে পারছি না।’ ২০১৭ সালে এপ্রিলে ওই দুর্ঘটনায় ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়। ধারণা করা হয় উল্টে যাওয়া নৌকায় ৪০ জন যাত্রী ছিল। পরে শেষ পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিসিআইসিতে নতুন চেয়ারম্যান ইমদাদুল
পরবর্তী নিবন্ধমানুষকে মনুষ্যত্ববোধের দীক্ষা দেয় সূফীবাদ