মৃত সঞ্জীবনী সুধা এনে দাও
কবিতার শব্দগুলো আজ মৃত
কোথাও খুঁজে পাচ্ছি না
গান মরে গেছে সেই কবে
বাউল নেড়া হওয়ার সাথে
বৈশাখ আর রং মেলে না
সূর্যাস্তের পরে
বাস্তুভিটার দাউ দাউ আগুন
অবোধ শিশুর আত্মচিৎকারে
কিংবা পুড়ে যাওয়া আলাউদ্দীন খাঁর সেতারে।
সবকিছু আজ খাঁ খাঁ
কেউ নেই ধরতে পারে
কবিতার সেই শব্দগুলো
শামসুর রাহমানের মতো করে।
তুমি এমন নির্লজ্জ অন্ধকারের মত এসে
গেড়ে বসেছ স্বদেশে
সব শেষ কবিতার শব্দগুলো, গান
সেতার বাউলের একতারা, ছায়ানটের
বৈশাখের রং সবই মৃত।
কেউ আজ বেঁচে নেই
মৃত সঞ্জীবনী সুধা
কোথায় কোথায়।