মৃত শিশুর পরিচয় জানতে চায় চান্দগাঁও থানা পুলিশ

| মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ২:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পুরাতন কালুরঘাটে ভাসমান অবস্থায় পাওয়া একটি অজ্ঞাতনামা শিশুর (ছেলে) পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে থানা পুলিশ। মৃত শিশুর আনুমানিক বয়স ৮-১০ বছর।

চান্দঁগাও থানার ওসি জাহেদুল কবীর বিষয়টি নিশ্চিত করে ডিউটি অফিসারের এই মোবাইল নং-০১৩২০-০৫২৪৪৯ এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

থানা সূত্রে জানানো হয়, গত ২৫ মে দুপুর আড়াইটার দিকে চান্দগাঁও থানার পুরাতন কালুরঘাট শ্রী তারানন্দ মন্দিরের পূর্ব পাশের বাউন্ডারীর বাহিরে ডর্ক ইয়ার্ড এর পাশের ডোবায় ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা শিশুর লাশটা পাওয়া যায়।

লাশের পরনে ছিলো গায়ে শার্ট ও জিন্স প্যান্ট। মুখে অনেকটা আঘাতের চিহ্ন। তবে স্থানীয় লোকজন কেউ লাশটি শনাক্ত করতে পারেনি।

ছবিতে প্রদর্শিত মৃত শিশুর চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে সিএমপি চান্দগাঁও থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। কেননা, শিশুটির পরিচয় শনাক্ত করা খুবই প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধআরাকান আর্মির গুলিতে পায়ের গোড়ালি উড়ে যাওয়া সেই জেলের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের দু’টিসহ একনেকে সোয়া ১৪ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন