মৃত মায়ের গর্ভ থেকে জন্ম নিল জীবিত শিশু

ইসরায়েলি হামলা

| বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৯ মাসের গর্ভবতী ওলা আলকুর্দ মারা গেলেও বেঁচে গেছে তার গর্ভস্থ সন্তান, যাকে প্রায় অলৌকিক ঘটনা বলে মনে করছেন তার পরিবারের সদস্যরা। ওলার বাবা আদনান আলকুর্দ জানান, ১৯ জুলাই গাজার মধ্যাঞ্চলীয় আলনুসেইরাতে তাদের বাড়ি ইসরায়েলের বিমান হামলায় গুঁড়িয়ে যায়। ওই বিস্ফোরণে নারী, শিশু ও বৃদ্ধসহ ওলা নিহত হন। কিন্তু আশ্চর্যজনকভাবে ওলার শিশু সন্তান ও তার স্বামী বেঁচে যান, তারা দু’জনেই এখন হাসপাতালে আছেন। আদনান আলকুর্দ বলেন, (ওলা) শহীদ হলেও ওর পেটে সন্তানটি বেঁচে ছিল, এটি অলৌকিক এক ঘটনা। খবর বিডিনিউজের।

বিমান হামলার পর মৃত ওলাকে প্রথমে নুসেইরাতের আল আওদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি বিরুদ্ধে থাকার পরও হাসপাতালটির চিকিৎসকরা নবজাতককে জীবিত বের করে আনতে সক্ষম হন যার নাম রাখা হয় মালেক ইয়াসিন। নবজাতক ইয়াসিনকে দেইর আলবালাহর আল আকসা হাসপাতালে পাঠানো হয়, সেখানে একটি ইনকিউবেটরে তাকে রাখা হয়। এই হাসপাতালের চিকিৎসক খলিল আলদারকান বলেন, খোদাকে ধন্যবাদ, শিশুটির জীবন রক্ষা পেয়েছে। সে এখন জীবিত ও ভালো আছে।

ওই বিস্ফোরণে এই এক পরিবারের বহু সদস্য নিহত হন। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে গাজাজুড়ে প্রতিদিনই এ ধরনের শোচনীয় ঘটনা ঘটে চলেছে। ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৩৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর ছিটমহলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নয় মাস ধরে চলা ইসরায়েলি হামলায় গাজার অধিকাংশ হাসপাতাল ধ্বংস হয়ে গেছে অথবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় আল আকসা হাসপাতালেরও বহু চিকিৎসা সুবিধা ধ্বংস হয়ে গেছে। এসব সীমাবদ্ধতার মধ্যেই শিশু ইয়াসিনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন হাসপাতালটির চিকিৎসকরা।

পূর্ববর্তী নিবন্ধধ্বংসযজ্ঞ দেখে কূটনীতিকরা স্তম্ভিত : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধআজ থেকে ঢাকায় স্বল্প দূরত্বে সীমিত পরিসরে চলবে ট্রেন