মৃত এক ব্যক্তির পরিচয় জানতে চায় সদরঘাট থানা পুলিশ

| শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

গত ১৬ আগস্ট বিকাল তিনটায় নগরীর সদরঘাট থানাধীন ইসলামিয়া কলেজের সামনে ফজর আহমেদ (৬২) নামে এক ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়েছিলেন। দেখতে পেয়ে হৃদয় নামে এক ব্যক্তি তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান। চমেক হাসপাতালের ২৪ নং ওয়ার্ডের ১৯ নং সীটে (রেজিস্ট্রেশন নম্বর ১৫৫০৫৫/২৭৫) চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ চমেক হাসপাতালের হিমাগারে আছে। যদি কোনো ব্যক্তি তার পরিচয় সম্বন্ধে অবগত থাকেন, তবে সিএমপির সদরঘাট থানায় (মোবাইল নং ০২-৪১৩৬০৪৭৭, ০১৩২০-০৫২৬৮০) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅভিযুক্ত রিকশাচালককে খুঁজছে পুলিশ
পরবর্তী নিবন্ধআশীষ সেনের দুটি কবিতা