গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪১ জনের। এসময়ে কেউ মৃত্যুবরণ করেনি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৫১৩টি। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, বোয়ালখালীতে ১ জন, হাটহাজারীতে ৩ জন, সীতাকুণ্ডে ১ জন, মিরসরাইয়ে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চবি ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষায় ৪ জন, বিআইটিআইডি ল্যাবে ৪৫১টি নমুনার মধ্যে ৯ জন, চমেক ল্যাবে ১৮২টি নমুনার মধ্যে ৯ জন, সিভাসু ল্যাবে ১৫০টি নমুনার মধ্যে ৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনার মধ্যে ২ জন, শেভরনে ৪৭২টি নমুনার মধ্যে ২ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৩টি নমুনার মধ্যে ১ জন, মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৮টি নমুনার মধ্যে ১ জন, এপিক হেলথ কেয়ারে ৮৬টি নমুনার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়।-বাংলানিউজ
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এ পর্যন্ত মহানগরে ৭৩ হাজার ৩২৮ জন এবং উপজেলায় ২৭ হাজার ৮৪৪ জন সহ মোট ১ লাখ ১ হাজার ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নগরে ৭০৬ জন এবং উপজেলায় ৫৭৩ জন সহ মোট ১ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে।