চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ০ দশমিক ১৮ শতাংশ। এ সময়ে করোনায় কোনো রোগির মৃত্যু হয়নি। করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়। খবর বাসসের।
প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১ হাজার ৬৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন শনাক্ত ৩ জনই শহরের বাসিন্দা। চট্টগ্রামের ১৫ উপজেলার কোথাও গতকাল করোনাভাইরাসের কোনো বাহক পাওয়া যায়নি।
জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৪১ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৭৪ হাজার ১২৪ জন এবং গ্রামের ২৮ হাজার ৩১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে। এর মধ্যে ৭২৩ জন শহরের এবং ৬০৮ জন গ্রামের বাসিন্দা।