কন্নড় ও তামিল টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেত্রী নন্দিনী সিএমকে কদিন আগে একটি ধারাবাহিকে বিষ পান করে আত্মহত্যা করতে দেখা যায়। মৃত্যুদৃশ্যের শুটিংয়ের পর বাস্তব জীবনেও আত্মহত্যার পথ বেছে নেন অভিনেত্রী।
ইন্ডিয়া টুডে লিখেছে, বেঙ্গালুরুতে নিজের বাসভবন থেকে নন্দিনীর মৃতদেহ উদ্ধার করা হয়। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে ভাষ্য পুলিশের। খবর বিডিনিউজের।
নন্দিনীর ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বাবা–মার উদ্দেশে লেখা সেই চিরকুটে অভিনেত্রী তার আত্মহননের পথ বেছে নেওয়ার কারণ লিখে গেছেন। সেখানে নন্দিনী লিখেছিলেন, তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং এর জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। এছাড়া তিনি অন্যান্য সমস্যার কারণে বিষণ্নতায় ভুগছিলেন, তাও লিখেছিলেন চিরকুটে। বিয়ের জন্য চাপ দিচ্ছিল পরিবার। একটি চিরকুটে সে কথাই লিখে গিয়েছেন তিনি।
নন্দিনীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তামিল টিভি ইন্ডাস্ট্রির একাধিক শিল্পী বেঙ্গালুরুতে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। কন্নড় বিনোদনদুনিয়ায় নন্দিনী বেশ পরিচিত। দীর্ঘদিন ধরে ছোটপর্দার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
নন্দিনী ‘জীবা হুভাগিদে’, ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’ এবং ‘নিনাদে না’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় কন্নড় সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মৃত্যুর আগে নন্দিনী ‘গৌরী’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। সেখানে ‘কনকা’ এবং ‘দুর্গা’, এই দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছিল তাকে।












