চট্টগ্রাম জেলা অটোটেম্পো ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এবং চট্টগ্রাম অটো টেম্পো ড্রাইভার ও সহকারী ইউনিয়নের যৌথ উদ্যোগে ১ নম্বর অটো টেম্পো রোডে মৃত্যুবরণকারী তিন টেম্পো শ্রমিক মো. সালাহ উদ্দীন, মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ কামালের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে। গত শুক্রবার বিকেলে বিআরটিসি মার্কেটস্থ ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহাম্মদ। চট্টগ্রাম জেলা অটোটেম্পো ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শফির সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কার্যকরী সভাপতি রবিউল মাওলা ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম। বক্তব্য রাখেন টেম্পো শ্রমিক ইউনিয়ন নেতা মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ হাসান, আবদুল মালেক, মো. নজরুল ইসলাম, দিলীপ সরকার, মোহাম্মদ হারুন, মোহাম্মদ নাছির প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা অটোটেম্পো ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এবং চট্টগ্রাম অটো টেম্পো ড্রাইভার ও সহকারী ইউনিয়নের পক্ষ থেকে তিন শ্রমিক পরিবারকে ৫৪ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।