মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কালাম ১৪ বছর পর গ্রেপ্তার

ফটিকছড়ির প্রবাসী ইউনুস হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:০৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ির প্রবাসী মো. ইউনুস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদুল আলম প্রকাশ আবুল কালামকে (৫৮) ১৪ বছর পর অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, প্রবাসী মো. ইউনুস হত্যা মামলার রায়ের পর ১৪ বছর পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোরশেদুল আলম প্রকাশ আবুল কালামকে গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টায় চকবাজার অলি খাঁ মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কালাম ফটিকছড়ির নানুপুর ডালকাট মোহাম্মদ আলী কারিগর বাড়ির মৃত সিরাজুল হকের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে ফটিকছড়ি থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রবাসী ইউনুস হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের খবরে ভুক্তভোগী পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মামলার প্রধান আসামি আবুল কালাম দীর্ঘদিন পলাতক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে সোহরাওয়ার্দী হল সংসদে জয়ী আয়াজ ডাকসুর ভিপি সাদিকের ভাই
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি, লোহাগাড়ায় অবরোধ