ফটিকছড়ির ভূজপুর থানার সাবিনা খাতুন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি স্বামী মো. রফিকুল ইসলাম রফিককে (৩৭) সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। গ্রেপ্তার রফিকুল ইসলাম ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার পশ্চিম লম্বা বিল এলাকার আবুল খায়েরের ছেলে।
র্যাব–৭ জানায়, ২০০৫ সালে পারিবারিকভাবে রফিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় সাবিনা খাতুনের। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য সাবিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন রফিকুল এবং তার পরিবারের সদস্যরা। ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর রমজান মাসে মেয়ের শ্বশুরবাড়ি ইফতারি পাঠায় সাবিনার পরিবার। ইফতারি কম পাঠানোর অভিযোগে সেদিনও সাবিনাকে মারধর করেন রফিকুল এবং তার পরিবার। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর ভোরে সাবিনাকে বাড়ির পাশের খালপাড়ে ডেকে নেন রফিকুল। সেখানে তাকে গলা চেপে শ্বাসরোধে হত্যার পর লাশ খালের পানিতে ফেলে দেন। এ ঘটনায় সাবিনার ভাই বাদী হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে রফিক গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। পরে আদালত বিচার কার্যক্রম শেষে পলাতক আসামি মো. রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, আলোচিত সাবিনা খাতুন হত্যা মামলার রায় ঘোষণার পর থেকেই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিককে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন খবরের ভিত্তিতে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে গত শুক্রবার সোয়া ১২টার দিকে রফিককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফটিকছড়ির ভূজপুর থানায় হস্তান্তর করা হয়।












