আজ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেয দিন। সদা প্রভু ঈশ্বর আমাদের পাপের পরিত্রাণের লক্ষে তাঁর আপন পুত্রকে মানব বেশে আমাদের জন্য পাঠিয়ে ছিলেন। আমরা মানুষ তাঁকে চিনতে ভুল করেছি। আমরা তাকে ক্রুশে দিয়েছি। কিন্তু তিনদিন পর প্রভু যীশু খ্রিষ্ট আবার পুনরুত্থান করেছেন। তিনি প্রমাণ করেছেন তিনি মৃত্যুঞ্জয়ী যীশু। পুনরুত্থান পর্ব উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা।