মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে নগরীর পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে তিন আলু দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ বলেন, আলুর দাম নিয়ন্ত্রণে আমরা পাহাড়তলী বাজারে অভিযান পরিচালনা করি। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে এলাহি ট্রেডার্সকে ৫ হাজার টাকা, বিএম ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং জাহিদ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।