হাটহাজারীতে দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ দোকানিকে ৬৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চৌধুরীহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান। মাছ, মুদি ও মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্্েরট আবু রায়হান বলেন, মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












