দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টাঙানো এবং মাস্ক না পরে বাইরে বের হওয়ায় নগরে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল পাহাড়তলী থানার আব্দুল আলী হাট কাঁচাবাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
চসিকের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লকডাউন ও পবিত্র রমজান মাসে বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে অভিযান চালানো হয়। এসময় মুদি, মাংস, মুরগী ও মাছের দোকানে প্রদর্শিত স্থানে মূল্য তালিকা প্রত্যক্ষ করে আদালত।