খাদ্য বহির্ভূত পণ্য ও সেবার মূল্য বাড়লেও খাদ্যপণ্যে মাসের ব্যবধানে দশমিক ৫৬ পয়েন্ট কমায় অক্টোবর মাসের সার্বিক মূল্যস্ফীতি কমে ৩৯ মাসের সর্বনিম্ন হয়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত মাসের মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ১৭ শতাংশ। এর আগে ২০২২ সালের জুলাইয়ে এই হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। অক্টোবরের মূল্যস্ফীতির এ হার দিয়ে বোঝায়, গত বছর অক্টোবর মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরের অক্টোবরে পেতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ১৭ পয়সা। গত বছরের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। চলতি বছর সেপ্টেম্বরে মূলস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। সে হিসাবে অক্টোবরে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকে সামান্য উন্নতি দেখেছে দেশ।
গতকাল বুধবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), যেখানে অক্টোবরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দশমিক ১৯ শতাংশ পয়েন্ট কমেছে। খবর বিডিনিউজের।
এ বছর জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। পরে অগাস্টে খানিকটা কমে ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি দেখে দেশ। সে সময় ৮ দশমিক ২৯ শতাংশে নেমে আসে মূল্যস্ফীতি। তারপর সেপ্টেম্বরে ফের মূল্যস্ফীতি বাড়ার তথ্য দিয়েছিল সরকার। গত বছর জুলাই মাসে আন্দোলনের ধাক্কায় সার্বিক মূল্যস্ফীতির হার উঠেছিল ১১ দশমিক ৬৬ শতাংশে। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পরের কয়েক মাস সার্বিক মূল্যস্ফীতি ৯ ও ১০ শতাংশের মধ্যেই ওঠানামা করছিল।












