যথাযথ মূল্যস্ফীতি পরিমাপের মাপকাঠি নিয়ে সাধারণ মানুষের মত আমিও সন্দিহান কারণ খাদ্যে যে রেইটিং ইনডেক্স দেখানো হচ্ছে তা কোনভাবে সঠিক বলে মনে হয় না। আবার খাদ্যের এত মূল্য কিন্ত উৎপাদক আর বাজার নিয়ন্ত্রকের সাথে কোনভাবে সামঞ্জস্য নয়। পৃথিবীর উন্নত দেশগুলোও মূল্যস্ফীতির ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছে না বলেই মনে হয়। যেমন ভারতের রেইট ৪.৭ যা গত দুবছরের সর্বনিম্ন হিসেবে তারা দেখাচ্ছে আর আমাদের যে রেইট দেখানো হচ্ছে তার সাথে দ্রব্যমূল্যের দামের যথেষ্ট অমিল। যেমন ডিমের দাম ডজন ১৫০ টাকা যা গত মাসেও ছিল ১২০ টাকা। সরকারের এত উদ্দ্যোগ কিন্ত দায়িত্বশীল লোকগুলোর অবহেলার কারণে আজকের বাজার ব্যবস্থার এমন অবস্থা বলে আমি শতভাগ নিশ্চিত। তেল ডাল সবজিসহ সব কিছুর দাম বাজারে একেকদিন একেক রকম যা সাধারণ মানুষের নিত্যপণ্য হিসেবে আমরা বিবেচনা করছি তাই সাধারণ মানুষের জন্য মুক্ত বাজার মানে উৎপাদকের সাথে ক্রেতার মধ্যে সরকারী উদ্যোগে একটা চেইন তৈরি করা গেলে মূল্যস্ফীতি হয়ত আরো কমানো সম্ভব হত সেইসাথে সাধারণ মানুষেরও জীবনযাপন টা কিছুস্বস্তির হত।