আকাশ সভ্যতার সুবাধে পশ্চিমা নগ্ন সংস্কৃতির আগমন ও অনুকরণপ্রিয়তা বাঙালি সমাজ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব বিস্তার করছে। ইসলামী তাহজীব তমুদ্দন ও দেশীয় সংস্কৃতির মেলবন্ধনে চিরায়ত বাঙালি সংস্কৃতির যে সৌন্দর্য্যবোধ ছিল তা ক্রমশ হ্রাস পাচ্ছে। ফলে সামাজিক মূল্যবোধ, নীতি-নৈতিকতার অবক্ষয় যেমন ঘটছে তেমনি দেশের তরুণ সমাজও বিপথগামী হয়ে উঠছে। এ অবস্থান থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন সুস্থধারার সংস্কৃতির বিকাশ।
গত বুধবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা ইস্পাহানী জেটি রোডে পাক পাঞ্জেতন ইসলামী সাংস্কৃতিক ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিকরে মুস্তফা (সা.) মাহফিলে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ আবু তাহের। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ইসলামী কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বাদে মাগরিব নাতে রাসূল (সা.) পরিবেশন করেন ক্বারী মুহাম্মদ তারেক আবেদীন, মাওলানা মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী, মাওলানা মুহাম্মদ মঈন উদ্দীন কাদেরী, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম কাদেরী, মুহাম্মদ রায়হান শরীফ, মাওলানা মুহাম্মদ ওসমান গনী কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












