নগরীর আমিন জুট মিল এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশের আগে
চারজনকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আটকদের মধ্যে জাতীয় মুক্তি কাউন্সিলের পূর্ব অঞ্চল-৩-এর সম্পাদক আমীর আব্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ভিকি মজুমদার ও ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সাইফুর রুদ্রসহ আরও একজনের নাম প্রকাশ করেনি পুলিশ।
বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসেন বলেন, চারজন রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।












