আন্তর্জাতিক মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজনের একক মূকাভিনয় প্রদর্শনী ‘আমার চোখেই শুধু ধাঁধা’ গত ১৯ সেপ্টেম্বর, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মঞ্চে প্যান্টোমাইম মুভমেন্টের প্রযোজনায় এবং গ্র্যাজুয়েটস ’৯৫, চট্টগ্রাম কলেজের সার্বিক সহযোগিতায় মঞ্চস্থ হয়। রিজোয়ান সময়, সমাজ, রাষ্ট্র, রাজনীতি এবং কমেডি–ফ্যান্টাসি যুগপৎভাবে মঞ্চে উপস্থাপন করেন। মূকাভিনয় শুরুর আগে অ্যাডভোকেট দিলরুবা আকতার লিজার সঞ্চালনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার, গ্র্যাজুয়েটস’৯৫, চট্টগ্রাম কলেজের সভাপতি মো. নুরুল আবছার, অ্যাডভোকেট কানিজ কাওছার রীমা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। শেষে প্যান্টোমাইম মুভমেন্টের সাধারণ সম্পাদক ধন্যবাদ জ্ঞাপন করেন সকলকে। প্রাচীন গ্রিক–রোমান মূকাভিনয়ের ধারাবাহিকতায় তার মূকাভিনয়ের চর্চা। রিজোয়ানের মূকাভিনয় ভিন্ন স্বাদের আবার ইতিহাসের সাথে একসূত্রে গাঁথা। প্রযোজনার নেপথ্যে আবহ সঙ্গীতে ছিলেন রাজ ঘোষ, পোশাক পরিকল্পনায় তামিমা সুলতানা, আলোক পরিকল্পনায় মুহাম্মদ ভাই, প্রজেকশনে সোলেমান মেহেদী, আলোক প্রক্ষেপণে রাইদাদ অর্ণব। এছাড়া শাহীন চৌধুরী ও সায়েম উদ্দীন বিশেষ সহযোগিতা করেন। প্রেস বিজ্ঞপ্তি।