মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশনের সভা

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার ভূজপুর এইচ এফ কনভেনশন হলে গত মঙ্গলবার মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশন ফটিকছড়ি শাখার উদোগে আহলে বায়াতে রাসূল (.) সাইয়েদেনা ইমাম হোসেন (🙂 স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যায়লয়ের আরবি ভাষা বিভাগের অধ্যাপক ড. জাফর উল্লাহ। প্রবন্ধকার হিসেবে উপস্থিত ছিলেন চবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. নূরে আলম। তাঁর লিখিত প্রবন্ধে মানব মুক্তির দিশারি ও কান্ডারী হজরত ঈমাম হোসেন পবিত্র কোরআনে বর্নিত আয়াত ও হাদিসে নবমীর আলোকে হজরত ঈমাম হোসেন (🙂 এর একটি দৃষ্টান্তমূলক আদর্শের ভাষাচিত্র তুলে ধরা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ছোবহানিয়া কামিল (এম.) মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ শাহজাহান। প্রত্যেকেই তাঁদের বক্তব্যে এক বাক্যে হজরত ইমাম হোসেন (🙂 ব্যক্তিত্বের প্রশংসা করেন। অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট গবেষক শাহজাহান আলী খান আমাদের দেশের ইসলামী চিন্তা চেতনার দলগুলোর প্রতি ঐক্য ও সংহতির আহ্বান জানিয়ে দেশে তর্কবিতর্ক দাঙ্গা হাঙ্গামা মুক্ত পরিবেশ গড়ে তোলার উপরও গুরুত্বও আরোপ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশন, ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক আহছান হাবীব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এপেক্স জেলা-৩ এর বোর্ড মিটিং
পরবর্তী নিবন্ধসিএসইতে অটোমেশন অফ ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড বিষয়ক কর্মশালা