ফটিকছড়ি উপজেলার ভূজপুর এইচ এফ কনভেনশন হলে গত মঙ্গলবার মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশন ফটিকছড়ি শাখার উদোগে আহলে বায়াতে রাসূল (দ.) সাইয়েদেনা ইমাম হোসেন (আ🙂 স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যায়লয়ের আরবি ভাষা বিভাগের অধ্যাপক ড. জাফর উল্লাহ। প্রবন্ধকার হিসেবে উপস্থিত ছিলেন চবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. নূরে আলম। তাঁর লিখিত প্রবন্ধে মানব মুক্তির দিশারি ও কান্ডারী হজরত ঈমাম হোসেন পবিত্র কোরআনে বর্নিত আয়াত ও হাদিসে নবমীর আলোকে হজরত ঈমাম হোসেন (আ🙂 এর একটি দৃষ্টান্তমূলক আদর্শের ভাষাচিত্র তুলে ধরা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ছোবহানিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ শাহজাহান। প্রত্যেকেই তাঁদের বক্তব্যে এক বাক্যে হজরত ইমাম হোসেন (আ🙂 ব্যক্তিত্বের প্রশংসা করেন। অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট গবেষক শাহজাহান আলী খান আমাদের দেশের ইসলামী চিন্তা চেতনার দলগুলোর প্রতি ঐক্য ও সংহতির আহ্বান জানিয়ে দেশে তর্কবিতর্ক দাঙ্গা হাঙ্গামা মুক্ত পরিবেশ গড়ে তোলার উপরও গুরুত্বও আরোপ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশন, ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক আহছান হাবীব। প্রেস বিজ্ঞপ্তি।