মুহিব্বীনে আহলে বাইত ফাউন্ডেশনের সভা

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

মুহিব্বীনে আহলে বাইত ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তনে সাইয়্যেদেনা ঈমাম হোসাইন (.) এর শাহাদাৎ স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনার মধ্যে বক্তারা বলেন, ঈমাম হোসাইন (.) এর আত্বত্যাগের যে মহিমা দুনিয়াতে সৃষ্টি করেছেন তার থেকে শিক্ষা নেওয়া বর্তমানে অপরিহার্য। বক্তাদের মধ্যে বিশিষ্ট আহলে বাইত গবেষক আল্লামা নুর মুহাম্মদ ভুইয়া, মুহাম্মদ আব্দুল হাকিম, মাওলানা আবীদ তামিম বক্তব্য রাখেন। বিশিষ্ট আহলে বাইত গবেষক ও সংগীতশিল্পী মুহাম্মদ শাহ জাহান আলী খান বক্তব্যের মধ্যে বলেন, আল্লাহ ও রাসূলকে পেতে হলে আহলে বায়াতকে ভালোবাসতে হবে। এসময় মুসলমানরাই জান্নাতের সর্দার ইমাম হোসাইন (.) কে হত্যা করেন বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে আহলে বাইতের প্রেমিক, আশেকান ও মুহিব্বীনরা উপস্থিত ছিলেন। সর্বোপরি দেশ জাতির উন্নতি কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসততা ও নিষ্ঠার সাথে পরিবেশ সংরক্ষণের স্বার্থে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধহালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. জাকারিয়ার স্মরণসভা