চট্টগ্রাম একাডেমি হলে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহানবী মুহাম্মদ (সা🙂 দৌহিত্র সৈয়্যেদেনা ঈমাম হোসাইন (আ🙂 পবিত্র জন্মদিবস পালন উপলক্ষে মুহিব্বিনে আহলে বায়েত ফাউন্ডেশনের উদ্যোগে ‘দ্বিন–এ–ইসলাম ও ঈমাম হোসাইন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। স্মারক বক্তব্যের সূচনাতে বিশিষ্ট আহলে বায়েত গবেষক ও আলোচক শাহজাহান আলী খান মহানবীর (সা🙂 হাদিস ‘হোসাইন আমার থেকে আমি হোসাইন থেকে’ এর গুরুত্ব ও তাৎপর্যমূলক বিশ্লেষণের মাধ্যমে ঈমাম হোসাইন (আ🙂 এর সু–মহান মর্যাদার আলোকপাত করেন। প্রধান আলোচক সোবহানিয়া কামিল (এম, এ) মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ শাহজাহান ও অন্যান্য আলোচকগণ মুসলিম উম্মাহর মহা ঐক্যের জন্য ঈমাম হোসাইন (আ🙂 আদর্শ অপরিহার্য বলে ব্যক্ত করে ন্যায় নিষ্ঠ মানবাধিকারের প্রশ্নে ঈমাম হোসাইন (আ🙂 মহা ত্যাগের দৃষ্টান্ত উপস্থাপন করে জানিয়ে দেন, যেখানে জুলম নির্যাতন নিপীড়ন বিরাজমান সেখানে ইসলাম থাকতে পারে না। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহবায়ক সওকত আলী রুম্মান। প্রেস বিজ্ঞপ্তি।












