মুহাম্মদ মহসীন ছিলেন একজন দ্বীনি সেবক

স্মরণসভায় অধ্যক্ষ আল্লামা জুবাইর | মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেনমুহাম্মদ মহসীন ছিলেন একজন দ্বীনি সেবক। যিনি আমৃত্যু সত্যের পথে অবিচল থেকে নিরবচ্ছিন্ন দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। দরবারে আলিয়া সিরিকোট শরিফের একজন খাদেম হিসেবে তিনি তরিকতের সমপ্রসারণ ও বিস্তৃতিতে অহর্নিশ প্রয়াসপ্রচেষ্ঠা অব্যাহত রাখেন।

গত রোববার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আঞ্জুমানে রহমানিয়া আহমদীয়া সুন্নীয়া ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসীনের শোকসভা ও দোয়া মাহফিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেনইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক ছিলেনইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজি জসিম উদ্দিন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আল্লামা ছালেহ আহমদ আনছারী, লায়ন মোহাম্মদ রফিক কোম্পানি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেনইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি স ম হামেদ হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী। এম কফিল উদ্দীন রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স ম শহিদুল হক ফারুকী, অধ্যক্ষ আল্লামা মুজিবুর রহমান, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, হাফেজ মাওলানা ছালামত উল্লাহ, মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, স ম শওকত আজিজ, ডাঃ হাসমত আলী তাহেরী, পীরজাদা এরশাদ উল্লাহ রজায়ী, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, মাওলানা মোজাম্মেল হোসাইন, মাওলানা মহিউদ্দিন তাহেরী, এডভোকেট ফেরদৌস আলম সেলিম, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, কাজী আহসানুল আলম, এস এম আবু ছাদেক ছিটু প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারে আর্থিক অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধচাকুরি স্থায়ী করার দাবিতে চসিক অফিস সহায়কদের অবস্থান কর্মসূচি