মুহাম্মদ মহসিনের মৃত্যুবার্ষিকীর দিনে ছোট ভাই সাবের আহমদের ইন্তেকাল

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

নগরীর কোরবানীগঞ্জস্থ বলুয়ারদীঘি পাড় খানকাহ্‌ শরীফের মোতোয়াল্লী মরহুম নুর মোহাম্মদ আলকাদেরী (রহ.) এর কনিষ্ঠ সন্তান সাবের আহমদ গতকাল সোমবার বিকাল ৫ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে রেখে যান। এর আগে গত রবিবার বিকাল ৪ টায় তিনি ব্রেইন স্ট্রোক করলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সাবের আহমদ গাউসে জামান আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর প্রধান খলিফা নুর মোহাম্মদ আলকাদেরী (রহ.) এর কনিষ্ঠ সন্তান। আনজুমান ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের ছোট ভাই। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সহ সভাপতি, আনজুমান জুলুস মিডিয়া কমিটির সদস্য, খাজা গরীবে নেওয়াজ ওরশ উদযাপন কমিটির সদস্য, নুর মোহাম্মদ সওদাগর আলকাদেরী (রহ.) শিশু কিশোর সংগঠনের পৃষ্ঠপোষক, মা ও শিশু হাসপাতাল, রেড ক্রিসেন্ট ও ডায়বেটিস হাসপাতালের আজীবন সদস্যসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। গতকাল সোমবার বাদে এশা জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা ময়দানে আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (.জি.)-এর ইমামতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন আওলাদে রাসুল সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (.জি.) ও আওলাদে রাসুল সাহেবজাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ (.জি.), আনজুমান ট্রাস্ট নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় সদস্যবৃন্দ, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সর্বস্তরের সদস্যগণসহ হাজারো মুসল্লি। জানাজা শেষে আলমগীর খানকা শরীফ পার্শ্বস্থ কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (.জি.), আওলাদে রাসুল সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (.জি.) ও আওলাদে রাসুল সাহেবজাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ (.জি.), ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), ভাইস প্রেসিডেন্ট এ কিউ আই চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি ও মরহুমের ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, আনজুমান সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় সদস্যবৃন্দ, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সর্বস্তরের সদস্যগণ গভীর শোক প্রকাশ করেন।

সাবের আহমেদের ইন্তেকালে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল আলম, সহসভাপতি সাংবাদিক বিপুল বড়ুয়া, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, ব্যবস্থাপনা উপদেষ্টা কবি প্রাবন্ধিক সাঈদুল আরেফীন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধশুঁটকি : অল্পস্বল্প