মুহাম্মদ আবদুল রউফ

| বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

আনজুমানরহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রামের উপদেষ্টা পর্ষদের সদস্য, গাউসিয়া কমিটি মহানগরের সহতথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ মোস্তফা আমিনের পিতা হালিশহরস্থ রাবেয়া মনজিল, ঈদগাঁ মুন্সিপাড়া নিবাসী মুহাম্মদ আবদুল রউফ গতকাল মঙ্গলবার ভোর ৩৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রীসহ ২ ছেলে, ৫ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। মরহুমের ১ম নামাজে জানাযা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিআরটিসি ফলমন্ডিতে, ২য় নামাজে জানাযা বাদ যোহর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে আলমগীর খানকাহ্‌কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া সংলগ্ল পূর্ব পার্শ্বের কবরস্থানে দাফন করা হয়।

আবদুল রউফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্ধ করুন যুদ্ধ আর অস্ত্রের খেলা
পরবর্তী নিবন্ধআবদুস সবুর খান