জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর বড় ভাই কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী নিবাসী মুহাম্মদ আজিজুল হক গতকাল মঙ্গলবার বাদে আছর কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ…. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ বুধবার সকাল ১১ টায় কুতুবদিয়া পূর্ব মনোহরখালী হাফেজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আজিজুল হকের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। শোকবাণীতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।












