চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, মরহুম মুস্তাফিজুর রহমানের মতো জনদরদী ও কর্মী বান্ধব নেতা খুবই কমই আছে। দলীয় নেতা কর্মীদের জন্যে তার দরজা সব সময় খোলা ছিল। অনুন্নত অবহেলিত সন্দ্বীপের উন্নয়ন মূলত উনার হাত ধরেই সূচিত হয়েছে। এলাকার মানুষকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন। শুধু দলের নেতাকর্মী নয়-এলাকার যে কোন মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ থেকে নির্বাচিত সাবেক দুই বারের সাংসদ মুস্তাফিজুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে দোস্ত বিল্ডিং কার্যালয়ে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, মুস্তাফিজুর রহমানের মতো জনদরদী নেতা আজকাল তেমন চোখে পরে না। তিনি জীবনের শেষদিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগের রাজনীতি করে গেছেন। অনেক জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উত্তর জেলার সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী, কার্যনির্বাহী সদস্য সরোয়ার হাসান জামিল, গোলাম রব্বানী, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা অ্যাড বাসন্তী প্রভা পালিত, অ্যাডভোকেট জুবাঈদা সরোয়ার নিপা, রেজাউল করিম প্রমুখ।