মুসা আহমদুল হক ছিদ্দিকীর ৪৬তম ওরস

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারীর মুর্শিদ ও হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী মাওলানা ছৈয়দ গোলামুর রহমান (.) বাবা ভাণ্ডারীর খলিফা হযরত মাওলানা শাহছুফী শায়খ মুসা আহমদুল হক ছিদ্দিকির (.জি..) ৪৬তম ওরস গতকাল উদ্‌্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বাদ মাগরিব থেকে এইচ এম ভবন মিলনায়তনে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, মিলাদ, দোয়া মাহফিল ও মাওলানা শায়খ মূসা আহমদুল হক সিদ্দিকীর জীবন চরিত আলোচনা ও তবারুক বিতরণ কর্মসূচি পালিত হয়।

খাদেমুল আউলিয়া হযরত খাজা আব্দুল হাকিম শাহ্‌্‌ আল মাইজভাণ্ডারীর (.) দরবার শরীফের উদ্যোগে এবং সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। ধর্মীয় আলোচনা করেন দরবারে মুসাবিয়ার সাজ্জাদানশীন শেখ মোহাম্মদ তৈয়ব উল্লাহ ছিদ্দিকী (.জি..), হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম, নির্বাহী পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, পরিচালক মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম ও সাহিদুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম সহ আলেম ওলামাবৃন্দ। সভাপতির আলোচনায় সাবেক মেয়র মনজুর আলম বলেন, আমার পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভান্ডারী তাঁর মুর্শিদের তরে সবকিছু বিলীন করে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রয়াত দুই নেতার কবর জেয়ারতে মুজিবুর রহমান