চট্টগ্রাম আদালতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি ঘিরে নগরের সরকারি মুসলিম হাই স্কুলে ইসকন অনুসারীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন স্কুলের সাবেক ছাত্র এম এ. হান্নান, রোকন উদ্দীন, তৌসিফ, ওমর ফয়সাল, অনি প্রমুখ।
মুসলিম হাই স্কুলের সাবেক শিক্ষার্থী এম এ হান্নান বলেন, এই হামলা শুধুমাত্র স্কুলের ওপর আক্রমণ নয়, এটি আমাদের ঐতিহ্য ও পরিচিতির ওপর আঘাত। হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
এসময় বক্তারা নওফেলসহ এই হামলার পেছনে থাকা সব ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার এবং ইসকনকে একটি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান।