বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক বলেছেন– বর্তমানে দেশের নিকাহ রেজিস্ট্রারগণ অবহেলিত। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নিজেদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। তিনি নিকাহ রেজিস্ট্রারদের অবসরকালীন পেনশন স্কিমের আওতায় আনাসহ যতদিন কর্মযোগ্যতা থাকে ততদিন তাদের লাইসেন্সের মেয়াদ বহাল রাখার দাবি জানান। বাংলাদেশ মুসলিম বিবাহ রেজিস্ট্রার সমিতি চট্টগ্রামের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় নগরীর রিয়াজ উদ্দীন বাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব কাজি মুহাম্মদ ইউসুফ আলী চৌধুরীর সভাপতিত্বে কাজি মুহাম্মদ ছরওয়ারে আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন – সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক। প্রধান বক্তা ছিলেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব মাওলানা কাজি মোহাম্মদ সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন– আলহাজ্ব কাজী মোহাম্মদ সোলায়মান চৌধুরী, চট্টগ্রাম জেলা সভাপতি আলহাজ্ব কাজী মোজাম্মেল হক চৌধুরী। বক্তব্য রাখেন, কাজী সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্, কাজী ফখরুল ইসলাম কাদেরী, কাজী মোহাম্মদ জাহেদ, কাজী জাহাঙ্গীর আলম হেলালী, কাজী মুহাম্মদ এরশাদ প্রমুখ।