মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার ফোরামের ত্রৈমাসিক সভা

| বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের ত্রৈমাসিক সভা ও ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল গতকাল বুধবার স্থানীয় একটি হোটেলে ফোরামের সভাপতি ছৈয়দ মুহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে ও কাজী মুহিউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান।

প্রধান অতিথি নিকাহ রেজিস্ট্রারদের কনের স্থায়ী ঠিকানার রেজিস্ট্রার কর্তৃক অফিস কেন্দ্রিক বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা, কাজীদের পেশাগত বয়স সীমা আমৃত্যু নির্ধারণ করা ও কাজীদের মৃত্যু/অবসর জনিত কারণে তাদের সন্তানদের নিয়োগ নিশ্চিত করা দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ পর্যায়ে প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ হারুন শাহ মুজাদ্দেদি। বিশেষ অতিথি ছিলেন কাজী শাকের আহমদ চৌধুরী, কাজীএ.কিউ.এম একরামুল হক চৌধুরী, কাজী মাহমুদুল হক নঈমী, কাজী মুহাম্মদ ইউসুফ, কাজী আহমদ ছগীর, কাজী জাহাঙ্গীর আলম, কাজী সাইফুদ্দিন মামুন, কাজী আব্দুল হামিদ, কাজী খাইরুল আলম, কাজী মামুনুর রশিদ, কাজী এনামুল হক, কাজী শাহী এমরান, কাজী জিয়াউর রহমান, কাজী মাহমুদুল হক, কাজী আব্দুল আজিজ, কাজী নজরুল ইসলাম, কাজী সিরাজুল ইসলাম, কাজী আশরাফুদদৌলা, কাজী আবদুস সোবহান প্রমুখ। পরিশেষে মীর মুহাম্মদ কাজী হাছানুল করিম মুনিরি মিলাদকিয়াম ও মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহরণ শিক্ষক সভা
পরবর্তী নিবন্ধ‘চাচাকে বাবা বানানো’ ইউএনও কামাল ওএসডি