মুসলিম এডুকেশন সোসাইটি কার্যালয়ে আজীবন সদস্যদের তালা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

নগরের মুসলিম এডুকেশন সোসাইটি কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন সোসাইটির আজীবন সদস্যরা। গতকাল রোববার বিকাল ৪টার দিকে তালা লাগানো হয়। সোসাইটির সদস্যরা বলছেন, ফ্যাসিবাদের দোসর ব্যক্তিরা সোসাইটিকে আর যাতে অপব্যবহার করতে না পারে সেজন্য তারা তালা লাগিয়েছেন। একইসঙ্গে সোসাইটিকে ফ্যাসিবাদের দোসরদের কবল থেকে রক্ষায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। তালা লাগানোর বিষয়টি উল্লেখ করে শফিক হাসানের স্বাক্ষরে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয় গণমাধ্যমে। শফিক হাসান আজাদীকে বলেন, বেশিরভাগ আজীবন সদস্য উপস্থিত ছিলেন। আমরা যাওয়ার পর সুপারিনটেনডেন্টসহ ওরা সরে গেছেন। তখন আমরা তাদের তালার উপর তালা মেরে দিই। আমরা এখানে বিভাগীয় কমিশনারকে হস্তক্ষেপ করার জন্য দাবি জানাচ্ছি। এর আগেও আমরা সোসাইটিকে ফ্যাসিবাদমুক্ত করার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি।

তিনি বলেন, আগে এখানে বিভাগীয় কমিশনার সভাপতি ছিলেন। ফ্যাসিবাদের দোসররা এটা জবরদখল করেছিল। আ জ ম নাছির (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক) ভাই দীর্ঘদিন ধরে কমিটি ছাড়াই অফিস দখল করে আছেন। তারা এটাকে পারিবারিকভাবে ব্যবহার করছেন।

পূর্ববর্তী নিবন্ধমাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবসুন্ধরা চেয়ারম্যান ও স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক