মুসলিম এডুকেশন সোসাইটির জরুরি সাধারণ সভা

| সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

মুসলিম এডুকেশন সোসাইটির আজীবন সদস্যদের জরুরি সাধারণ সভা গত ১৮ অক্টোবর আন্দরকিল্লাস্থ সোসাইটির খাঁন বাহাদুর আব্দুল আজিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী শাহাদাত হোসাইনের সভাপতিত্বে জরুরি সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন আজীবন সদস্য অধ্যাপক শরীফ মসিহউদদৌলা। আরো বক্তব্য রাখেন এডভোকেট এস এম শাহানুর। প্রধান বক্তার বক্তব্য রাখেন আজীবন সদস্য আহমেদ উল আলম চৌধুরী রাসেল। বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল খালেক শাহজাহান, ডা. শাহ আলম প্রমুখ। সভায় সোসাইটির প্রতিষ্ঠাকালীন হতে অদ্যাবধি প্রয়াত আজীবন সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের শহীদদের জন্য শোক প্রস্তাব পাঠ করা হয়।

সভায় বক্তারা বলেন, আজীবন সদস্যরা গত ১৫ অক্টোবর জরুরি বৈঠকে মিলিত হয়ে এই জরুরি সাধারণ সভা আহ্বান করেছে। জরুরি সাধারণ সভায় উপস্থিত আজীবন সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে উদ্দেশ্যমূলকভাবে সংশোধিত গঠনতন্ত্রের ১ () ধারার বাতিলপূর্বক পূর্বের ধারা পুনর্বহাল করে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে পদাধিকার বলে সভাপতি করার সিদ্ধান্ত হয়। তাছাড়া ৮ () ধারা সংশোধক পূর্বক বিদ্যমান এডহক কমিটি ৭ (সাত) জনের পরিবর্তে ১৫ (পনের) জন করা এবং সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী শাহাদাত হোসাইনকে এডহক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। এডহক কমিটির বাকি সদস্য নির্বাচনের দায়িত্ব বিভাগীয় কমিশনার তথা সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপর অর্জন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআজ সরোয়াতলীতে সন্তোষ রেণুবালা মেমোরিয়্যাল মেডিক্যাল ক্যাম্প