জামেয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল ’৯৮ ও কামিল হাদিস ২০০৪ ব্যাচের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি কামনায় গত ৭ সেপ্টেম্বর দায়েম নাজির জামেয়া মসজিদে প্রথমবারের মতো পবিত্র কোরআন, সেহাহ চিত্তা তথা সহীহ বোখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজী শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাযাহ শরীফ, মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাউছিয়া শরীফ ও খাজেগান শরীফের খতম আল্লামা মুফতী সৈয়দ অছিয়র রহমান আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল আলীম রেজভীর তত্ত্বাবধানে এ আয়োজনে আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের চেয়ারম্যান আল্লামা কাজী মুঈন উদ্দিন আশরাফী, শায়খুল হাদীস আল্লামা সোলাইমান আনসারী, আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী, আল্লামা কাজী সালেকুর রহমান, অধ্যক্ষ আল্লামা হারুনুর রশিদ, আল্লামা আবুল হাশেম শাহ, জামেয়ার আসাতাজায়ে কেরাম, চট্টগ্রামের কামিল মাদ্রাসাসমূহের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিসীনে কেরাম উপস্থিত ছিলেন। এতে অতিথি ছিলেন আঞ্জুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসাইন, জামেয়া পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মুহাম্মদ ইয়াহিয়া খান। প্রায় দুইশতাধিক উলামায়ে কেরাম এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল জব্বার, সদস্য সচিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী, মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান আলকাদেরী, সমন্বয়ক মাওলানা মোহাম্মদ আলীসহ বন্ধুরা সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন। মীলাদ–কিয়ামের পর মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












