আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, মুসলমানদের বৈশ্বিক ঐক্য ও প্রতিরোধ ইসরায়েলি বর্বরতা থামাতে পারে। গাজায় গণহত্যার প্রতিবাদে গতকাল সোমবার আইআইইউসি’র কুমিরায় নিজস্ব ক্যাম্পাসে শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এ কথা বলেন। আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাসেমের (অবঃ) সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন–সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সদস্য, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, বিওটি সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আমীরুজ্জামান, ড. আ জ ম ওবায়েদুল্লাহ এবং আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি‘র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, জালিমের বশ্যতা স্বীকার করার কথা ইসলাম ধর্মেও কোথাও নেই। শুধু নামাজ, রোজা, হজ্ব, যাকাতের নাম ইসলাম নয়। তিনি বলেন, মুসলমানদের মেধা ও জ্ঞান জুলুমের অবসানে কাজে লাগাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি