দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ মাঠে গড়ানোর আগে বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। বাংলাদেশ দলের এই দুই অভিজ্ঞ ব্যাটারের সামনে অপেক্ষা করছে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশের সুযোগ।
আর মাত্র ১২০ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। ৭৯ টেস্টে তার মোট রানসংখ্যা ৪ হাজার ৮৮০। এখন পর্যন্ত টাইগারদের জার্সিতে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ মুশফিক। এবার রেকর্ডের খাতায় আরও একটি অধ্যায় যোগ করার সুযোগ তার সামনে। আর সেই সুযোগ তিনি পেয়ে যাচ্ছেন সিরিজের দ্বিতীয় টেস্টেই। ২০০৮ সালে অভিষেক হওয়া তামিমও এখন পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশের অপেক্ষায়। ৪ হাজার ৭৮৮ রান নিয়ে বাঁহাতি এই ওপেনার টাইগারদের জার্সিতে এখন দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। শেষ টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২১২ রান করতে পারলেই ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন তিনি।