মুশফিকের সেঞ্চুরি আশা দেখাচ্ছে ব্যাটসম্যানদের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ক্রিকেটারদের ম্যাচে ফেরাতে তিন দলের প্রেসিডেন্টস কাপ আয়োজন করেছে বিসিবি। কিন্তু টুর্নামেন্টে মোটেও সুবিধা করতে পারছিলনা ব্যাটসম্যানরা। গত তিন ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি আর একটি সেঞ্চুরি এসেছে ব্যাটসম্যানদের উইলো থেকে। তিন তরুন তৌহিদ হৃদয়, মেহেদী হাসান ও ইরফান শুক্কুর হাফসেঞ্চুরি করলেও সিনিয়ররা তেমন কিছুই করতে পারছিলনা। শেষ পর্যন্ত মুশফিক করলেন সেঞ্চুরি। আর তাতে সিনিয়রদের জন্য যেন রাস্তা খুলে গেল। তারকা ব্যাটসম্যানদের প্রায় সবার ব্যাটেই ছিল মন্দা। সে অর্থে তারকা ব্যাটসম্যানদের ব্যাট কথা বলছে না। কেউ কেউ উইকেটের দোষ দিচ্ছিলেন। তবে বৃহস্পতিবার তরুন মেহেদি হাসান ও মুশফিকুর রহীম দেখিয়ে দিলেন উইকেটের দোষ দিয়ে লাভ নেই। ভাল খেলার ইচ্ছেটই আসল। ভাল খেলতে চাইলে খেলা যায়। রানও করা যায়। ইনিংসও লম্বা করা সম্ভব।
মেহেদি ৯ বাউন্ডারি ও তিন ছক্কায় ৫৭ বলে খেলেছেন ৮২ রানের ঝড়ো ইনিংস। আর মুশফিকুর রহীম বল পিছু রান তুলে অনবদ্য শতক উপহার দিয়েছেন। ১০৯ বলে করেছেন ১০৩ রান। যেখানে ৯টি চার এবং একটি ছক্কা মেরেছেন। এমন দুটি ইনিংসের পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছেন উইকেট ঠিকই ছিল। কোন সমস্যা ছিল না। পিচের দোষ দিয়ে লাভ নেই। ব্যাটসম্যানরা ভাল করতে পারেনি। বেশিরভাগ ব্যাটসম্যানই প্রতিকূলতা ও অনভ্যস্ততাকে জয় করতে পারেননি। বৃহস্পতিবার উইকেটের আচরণ একটু ভাল থাকায় শেখ মেহেদি ও মুশফিকুর রহীম নিজেদের মেলে ধরতে পেরেছেন। সামনের খেলাগুলোয় পিচ ভাল থাকলে হয়তো বাকিরাও রান পাবেন। এতে স্কোরলাইন বড় হবে। আর আকর্ষণ ও প্রতিদ্বন্দ্বিতা দুটোই বৃদ্ধি পাবে।

পূর্ববর্তী নিবন্ধফিরেছেন ইউনিভার্সাল বস
পরবর্তী নিবন্ধখুচরায় নির্ধারিত দামে হচ্ছে না আলু বিক্রি