ঢাকা প্রিমিয়ার লিগে জয়ে শুরু করেছে আবাহনী লিমিটেড। আর শ্রীলংকা সিরিজে দারুণ ব্যাটিং করা মুশফিকুর রহিম এদিন আবাহনীকে জিতিয়ে ম্যাচ সেরাও হন। গতকাল সোমবার মিরপুর শেরে বাংলায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় আবাহনী। যেখানে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭ উইকেটের বড় জয় পায় আবাহনী। এদিন প্রথমে ব্যাট করা পারটেক্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে পারে। পরে বৃষ্টির কারণে ১০ ওভারে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ৭০ রান। ৪ বল বাকি থাকতে ও ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলনেতা মুশফিক আক্রমণাত্মক ব্যাটিংয়ে আবাহনীকে জেতান। তিনি ২৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ১৭ বলে ১৯ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম। টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক তাসামুল হকের ৬৫ রানের অপরাজিত ইনিংসের পরও মাত্র ১২০ রান তুলতে পারে পারটেক্স। তিনি ৫৪ বলে ৯টি চারে নিজের ইনিংস সাজান। ২২ রান করেন মইন খান। আবাহনী বোলার তাইজুল ইসলাম ৪ ওভারে মাত্র ১২ রান ২টি উইকেট নিয়ে জয়ে ভূমিকা রাখেন। ২ উইকেট নেন মেহেদি হাসান রানাও।