মুশফিককে তরুণদের জন্য উদাহরণ বললেন ট্রেনার

| মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিমকে নিয়মানুবর্তিতার উদাহরণ হিসেবে দেখা হয়। মাঠের ক্রিকেট, অনুশীলন কিংবা ব্যক্তিগত জীবন সবক্ষেত্রে মুশফিককে উদাহরণ হিসেবে দেখা হয়। দলীয় অনুশীলনের আগে বা পরে বাড়তি খাটুনি অনেকটা নিয়মই করে ফেলেছেন মুশফিক। গত কয়েক বছর ধরে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তিনি। অনেকেই মনে করেন এতে মুশফিকের ডিসিপ্লিনি বড় ভূমিকা রেখেছেন। বিভিন্নজন বিভিন্নভাবে প্রশংসা করেন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যানের। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান ফিটনেস ট্রেনার নিক লি বললেন, মুশফিক তরুণদের জন্য বড় এক উদাহরণ। গত ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে গেলেও সিরিজ শুরু হবে ২০ মার্চ। এই লম্বা গ্যাপের সময়টাতে নিক ল্থিকে বড্ড প্রয়োজন পড়ছে ক্রিকেটারদের। শিষ্যদের শারীরিকভাবে ফিট রাখতে কাজ করে যাচ্ছেন লি। সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে তিনি নিয়ে আসেন মুশফিক প্রসঙ্গ। তিনি বলেন আমি অন্য অনেক দলের সঙ্গে কাজ করেছি। তবে এই দলটা অনেক পরিশ্রমী।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ড সফরে প্রথম ইনজুরির শিকার মোসাদ্দেক
পরবর্তী নিবন্ধফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনে ৭৮টি মনোনয়ন পত্র বিক্রি