মুশফিককে টপকে মে মাসের সেরা ম্যাথিউস

| মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

 

আইসিসির মে মাসের সেরার দৌড়ে ছিলেন বাংলাদেশশ্রীলংকা টেস্ট সিরিজের তিন সেরা পারফর্মার মুশফিকুর রহিম, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও আসিথা ফার্নান্দো। বাকি দুজনকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নিলেন ম্যাথিউস। শ্রীলংকার ক্রিকেটারদের মধ্যেই তিনিই প্রথম আইসিসির মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন। গতকাল সোমবার মে মাসের সেরা খেলোয়াড় হিসেবে ম্যাথিউসের নাম ঘোষণা করে আইসিসি। বাংলাদেশের মাটিতে দুর্দান্ত ফর্মে ছিলেন ম্যাথিউস। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯৯ ও ১৪৫ রানের দুটি ম্যারাথন ইনিংস খেলেছিলেন তিনি। দুই টেস্টের সিরিজে ৩৪৪ রান করেছিলেন এই লঙ্কান অভিজ্ঞ ব্যাটার।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগ ১৬ জুন শুরু
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচের প্রস্তুতিকে টেস্টে কাজে লাগাতে চায় বাংলাদেশ