মুশফিককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা বিসিবির

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১১:৩৯ পূর্বাহ্ণ

টিটোয়েন্টির পর ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। দেশের ক্রিকেটের বড় এই তারকা মাঠ থেকে বিদায় নিতে পারেননি। সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা করছে বিসিবি। মুশফিককে সংবর্ধনা দেওয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গতকাল শনিবার মিরপুরে বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তাঁর অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাঁকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফির শ্রেষ্ঠত্বের লড়াই আজ মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধযে কারণে দুই হাতে ঘড়ি পরেন অভিষেক