মুশকিলের হোক আসান

রাসু বড়ুয়া | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৫:২৭ পূর্বাহ্ণ

শুনছি শুধু বাড়ছে দেখি বাড়ছে মৃত্যুসারি, আর কত প্রাণ নেবে বলো- কোভিড মহামারী? নেই কি তোমার দয়া-মায়া, ঘুরছো দ্বারে দ্বারে, সুযোগ পেলেই মারো ছোবল যেখানে পাও যারে! ধনী-গরীব নেইতো বিচার, নেইতো সাদা-কালো জ্ঞানী-গুণী-স্বজন মেরে কিসের আগুন জ্বালো! তোমার ভয়ে থাকলে ঘরে খাওয়াবে কে বলো, দু’দিন পরে বলবে দেখো- নিজের পথে চলো। পেটের দায়ে বাইরে গিয়ে এমনি কি আর নাচি? রুটিরুজি বন্ধ হলে কিইবা খেয়ে বাঁচি! লেখাপড়া শিক্ষাদীক্ষা উঠলো যেন শিকেয় গৃহবন্দি প্রজন্ম আজ ক্যামনে আলো বিকেয়! এভাবে তো হয়ে পড়বে মেধাশূন্য জাতি -একে একে নিভলে প্রাণ জ্বালাবে কে বাতি? মিটেনি কি তোমার ক্ষুধা? কেন এতো পাষাণ! সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মুশকিলের হোক আসান।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ কি নৌপথ?
পরবর্তী নিবন্ধআমার অহংকার