মুল্য তালিকা প্রদর্শন না করায় বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৭:৩৯ অপরাহ্ণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মুল্য তালিকা প্রদর্শন না করা এবং ধার্যকৃত মুল্যের চেয়ে অধিক মুল্যে পণ্য বিক্রি করায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা ও মাসুমা জান্নাত। তারা নগরীর সদরঘাট, কোতোয়ালি, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর এলাকার বিভিন্ন বাজারে আজ মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাজার মনিটরিংসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। এমন অভিযান পুরো রমজান মাস চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ২ হাজার প্যাকেট ইফতার বিতরণ
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতার অপরাধ, নব্য জেএমবির তিন সদস্যের বিরুদ্ধে চার্জগঠন