পাকিস্তানের বিপক্ষে মুলতানে দ্বিতীয় টেস্টে পরাজয়ের শঙ্কায় পড়ে গেছে ইংল্যান্ড। ২৯৭ রানের লক্ষ্যে শুরুটা করেছে বাজেভাবে। তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ৩৬ রান তুলতেই হারিয়েছে দুই উইকেট। সফরকারীদের জয়ের জন্য প্রয়োজন আরও ২৬১ রান। লক্ষ্য দেওয়ার পর শুরুতেই ইংলিশদের জয়ের পথে কাঁটা বিছিয়ে দেন অফস্পিনার সাজিদ খান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেটকে রানের খাতা খুলবার আগেই বিদায় দিয়েছেন। তৃতীয় ওভারে আরেক ওপেনার জ্যাক ক্রলিকে বিদায় দিয়েছেন নুমান আলী। তাতে সিরিজে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছে স্বাগতিক দল। প্রথম ইনিংসে তৃতীয় দিন ৬ উইকেটে ২৩৯ রান নিয়ে খেলতে নেমেছিল ইংল্যান্ড। যদিও বেশি দূর যেতে পারেনি তারা। ইংলিশদের ২৯১ রানে পাকিস্তান থামিয়ে দিয়েছে। তাতে ৩৬৬ রানে প্রথম ইনিংস শেষ করা স্বাগতিকরা পায় ৭৫ রানের লিড। পাকিস্তানের হয়ে সেরা বোলিংটা করেন স্পিনার সাজিদ খান। ১১১ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। ১০১ রানে তিনটি নিয়েছেন নুমান আলী।
অবশ্য তার পরেও দ্বিতীয় ইনিংসে ম্যাচে ফেরার সুযোগ ইংল্যান্ডের হয়েছিল। ১৫৬ রানেই পাকিস্তানের ৮ উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ড। ঠিক এই অবস্থায় তাদের ম্যাচে ফেরার পথে বাধা হয়ে দাঁড়ান সালমান আগা ও সাজিদ খান। নবম উইকেট জুটিতে ৬৫ রান যোগ করে দলের স্কোর দুইশ ছাড়িয়ে সফরকারীদের স্বপ্ন চূর্ণ করেছেন দু’জন। সালমান আগা ৬৩ রানে ফিরলে ভাঙে গুরুত্বপূর্ণ জুটি। তখন দলের স্কোর ছিল ২২১। এই স্কোরেই পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে। ইংল্যান্ডের হয়ে ৬৬ রানে ৪ উইকেট নিয়েছেন শোয়েব বশির। ৬৭ রানে ৩টি নিয়েছেন জ্যাক লিচ। ২৯ রানে দুটি শিকার করেন ব্রাইডন কার্স।