সরকার ‘বিব্রত’ হওয়ায় তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কিছুদিন ধরেই কনিষ্ঠ সহকর্মীর মধ্যে কিছু ‘পরিবর্তন’ তিনি টের পাচ্ছিলেন। অডিও কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে মুরাদ হাসান গতকাল দুপুরে পদত্যাগপত্র পাঠানোর পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসে নিজের এই পর্যবেক্ষণের কথা জানান তিনি। খবর বিডিনিউজের।
তিনি বলেন, দেখুন প্রতিমন্ত্রী হিসেবে ডা. মুরাদ হাসান আমাকে সবসময় সহযোগিতা করে এসেছেন। গত কয়েক মাস ধরে তার মধ্যে আমি কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি। এবং তার কিছু বক্তব্য, কিছু ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে। সেই কারণেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার জন্য বলেছেন। সে অনুযায়ী মুরাদ হাসান তার স্বাক্ষর করা পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দিয়েছেন বলেও তথ্য দেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, পুরো বিষয়টা আসলে দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে তিনি আগে যেমন ছিলেন, গত তিন মাস ধরে একটু পরিবর্তন আমার কাছে মনে হয়েছিল। বিভিন্ন ঘটনা ও কর্মকাণ্ডে আমার সেটি মনে হচ্ছিল। তবে প্রতিমন্ত্রী হিসেবে আমাকে কাজে সব সময় সহযোগিতা করেছেন।
তথ্যমন্ত্রী ঠিক কী ধরনের পরিবর্তন প্রতিমন্ত্রীর মধ্যে দেখেছেন, তা জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক। উত্তরে হাছান মাহমুদ বলেন, আমার কাছে পরিবর্তন মনে হয়েছে তিনি আগে যেমন ছিলেন তার চেয়ে ভিন্ন মনে হয়েছে। এটি আমার পারসোনাল অবজারভেশন। এটা তো আমি সবিস্তারে বলতে পারব না, এটা অনুভবের বিষয়। সেটি সেভাবে এখানে প্রকাশ করতে পারব না।
মুরাদ হাসানের মধ্যে কোনো ধরনের ‘অস্থিরতা’ দেখেছেন কিনা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, আমি তো আসলে ডাক্তার নই, আমি ডাক্তার হলে হয়তো বলতে পারতাম এটা কী।