মুরাদপুর ফ্লাইওভারে চাকা বিস্ফোরণ হয়ে ডিভাইডারে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। গতকাল বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। এক প্রত্যক্ষদর্শী আজাদীকে জানান, দুর্ঘটনায় কারটি ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এতে চালক আহত হয়েছেন।
এই ব্যাপারে ট্রাফিক উত্তর জোনের টিআই মশিহুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেকারসহ স্পটে সার্জেন্ট সাজ্জাদকে পাঠিয়েছিলাম। কিন্তু প্রাইভেটকার দেখা যায়নি। একটি ডিভাইডার সড়কে পড়ে গেছে। সম্ভবত প্রাইভেটকারের ধাক্কায় এটি নিচে পড়ে যায়। তিনি আরও জানান, আমরা বিকেলে পড়ে যাওয়া রোড ডিভাইডারটি ঠিক করে দিয়েছি। প্রাইভেটকারটি মালিক নিয়ে গেছেন।












