পৃথক সড়ক দুর্ঘটনায় নগরে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। মুরাদপুর ও সাগরিকা এলাকায় গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে গতকাল বিকেল ৩টার দিকে মুরাদপুর পুলিশ বক্স সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মারা যান খুরশিদ বেগম (৬০)। পাঁচলাইশ থানা সূত্রে জানা গেছে, পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে। খুরশিদ বেগমের মেয়ে নাহিদা আক্তার বলেন, আমার মা রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে সকাল ১১টায় সাগরিকা বিটাক মোড়ে পিকআপের ধাক্কায় মারা যান আরমান ইসলাম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী। তিনি ওই এলাকার ফরিদ আহম্মদের ছেলে। পুলিশ জানায়, দ্রুতগতিতে আসা একটি পিকআপ উল্টো দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরমানের মৃত্যু হয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ সাংবাদিকদের বলেন, আমরা পিকআপটি জব্দ করে চালককে গ্রেপ্তার করেছি। নিহত ব্যক্তির বাবা একটি মামলা করেছেন।